কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ বিএনপি-জামায়াত ও জঙ্গিদের হাতে বলে গণমাধ্যমে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমরা আশা করেছিলাম শিক্ষর্থীরা সরকারের উদ্যোগ ও উচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাবেন, কিন্তু দুঃখজনকভাবে তারা সেটি করেননি। তাদের কন্ট্রোল এখন বিএনপি-জামায়াত ও জঙ্গিদের হাতে, যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা চালিয়েছে।
শনিবার (২৭ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে এই মন্তব্য করেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থী ও দেশের সাধারণ মানুষকে উসকে দিয়ে বিএনপি-জামায়াত, জঙ্গিরা সরকারি-বেসরকারি অফিসসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।
তাদের বিদ্বেষ ছিল দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের প্রতি। দুইজন সাংবাদিক’কে হত্যা ও এক নারী সাংবাদিককে নাজেহাল করেছে তারা। এরা সাধারণ মানুষের শত্রু, জনগণের ও দেশের শত্রু।
নরসিংদী জেলা কারাগারসহ বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে অস্ত্র লুট করে জঙ্গিবাদের উত্থান ঘটানোর চেষ্টা করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের নিকট থেকে লুট করা অস্ত্র বিএনপি-জামায়াত ও জঙ্গিররা পুলিশের দিকে ব্যবহার করেছে।
এখনও বহির্বিশ্বে বসে এইসব দলের কিছু লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে উসকে দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এসব গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সঠিক তথ্য প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি।