পিরোজপুরে নির্বাচনি চা খাওয়ার টাকা ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ-যুবলীগ মারামারি, আহত হয়েছে তিন জন। পিরোজপুরের নেছারাবাদ এলাকায় নির্বাচনি চা খাওয়ার টাকা ভাগাভাগি নিয়ে মারামারিতে একই গ্রুপের তিনজন আহত হয়েছেন। গতকাল রবিবার রাতে স্বরূপকাঠি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড যুবলীগ অফিসের সামনে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যাক্তিরা সবাই পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো: মহিউদ্দীন মহারাজের ঈগল প্রতীকের সমর্থনে নির্বাচনি কাজ করছেন। আহতরা হলেন মো: ফাইজুল হক (৫০), সৌমিত মজুমদার রাজু (৩৯), মো: জামান (৩০)।
পিরোজপুরে নির্বাচনি চা খাওয়ার টাকা ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ-যুবলীগ মারামারির বিষয়ে স্বরূপকাঠি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম জানান, ইউনিয়নের আমিসহ সৌমিত মজুমদার রাজু আমরা সকলে মহিউদ্দীন ভাইয়ের সমর্থনে কাজ করছি। আরিফ হোসেন ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। নির্বাচনে সকলকে সামন্য কিছু নির্বাচনি খরচ দেওয়া হয়। মো: আরিফ যুবলীগের টাকার ভাগ চাওয়ায় সৌমিত মজুমদার রাজু সেই টাকা দিতে রাজি হয়নি। তাই আমদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে মাত্র।
জাহিদুল ইসলাম আরও জানান, আমরা ইউনিয়নের সকল কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজ ভাইয়ের জন্য অনেক পরিশ্রম করছি। সামান্য কিছু চা খাওয়ার খরচ নিয়ে আরিফের এটা করা ঠিক হয়নি। এটা একটা লজ্জার ব্যাপার।