রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক-

বগুড়ার শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি শোডাউন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি শোডাউনের মধ্য দিয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসময় শহরজুড়ে চরম উত্তেজনা তৈরী হলেও শেষপর্যন্ত বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার (০১ সেপ্টেম্বর) বেলা দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শহরের খেজুরতলাস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বাধীন একটি গ্রুপ এবং স্থানীয় বাসস্ট্যান্ডস্থ রঙ্গিলা সিনেমা হল মার্কেট এলাকায় অবস্থিত পৌর বিএনপির দলীয় কার্যালয়ে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকার নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ ওই শোডাউন করে।

এদিকে বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের কঠোর তৎপরতা ছিল লক্ষ্যণীয়। এমনকি সংঘর্ষ এড়াতে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ একাধিক স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

জানা যায়, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপির কর্মসূচিতে দশটি ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেন। এরপর সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরআগে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে র‌্যালিপূর্ব আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির নেতা রফিকুল ইসলাম মিন্টু, আসিফ সিরাজ রব্বানী সানভি, শফিকুল ইসলাম শফিক, আব্দুল মোমিন, শফিকুল আলম তোতা, মাহবুবুল আলম হিরু, পিয়ার হোসেন পিয়ার, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, মামুনুর রশিদ আপেল, মোস্তাফিজুর রহমান নিলু, শেখ ফরিদ, হুমায়ুন কবির বিপ্লব, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, শাহাবুল করিম, স্বেচ্ছাসেবকদল নেতা শাহ মো. কাওছার আলী কলিন্স, হাফিজুল ইসলাম শাওন, কৃষকদল নেতা আবু সাঈদ, নুরুল ইসলাম নুর, মহিলাদল নেত্রী নাসরিণ আক্তার পুটি প্রমূখ বক্তব্য রাখেন।

বগুড়ার শেরপুর পৌর বিএনপির ব্যানারে আলহাজ্ব জানে আলম খোকার নেতৃত্বাধীন গুপের শোডাউন।

অপরদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৌর বিএনপির উদ্যোগে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। এতে পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার খোকার অনুসারিরা মিছিল নিয়ে জমায়েত হন। পরে হাতি-ঘোড়ার গাড়িসহ নানান সাজে সর্জিত হয়ে নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। এতে নেতৃত্ব দেন শেরপুর পৌরসভার মেয়র বিএনপি নেতা আলহাজ¦ জানে আলম খোকা।

পরে পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা ফিরোজ আহমেদ জুয়েল, শাহ আলম পান্না, আরিফুর রহমান মিলন, হাসানুল মারুফ শিমুল, আমিনুল ইসলাম শাহীন, যুবদল নেতা আইয়ুব আলী মন্ডল, তরিকুল ইসলাম সম্রাট, স্বেচ্ছাসেবকদল নেতা বেলাল হোসেন, মহিলাদল নেত্রী রাহুমা ইসলাম রিচি, ছাত্রদল নেতা রাফি আল আমিন, জাকারিয়া ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

এদিকে বিএনপির দুই গ্রুপ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে প্রায় একই সময়ে পৃথক র বের করেন। কর্মসূচিতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তিসহ বর্তমান আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকেন। এসময় শহরজুড়ে চরম উত্তেজনা দেখা দিলেও তাদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তবে প্রতিষ্ঠাবার্ষিকীর গেঞ্জি ও টুপি-ক্যাপ বিতরণ নিয়ে সীমাবাড়ী ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে ফারুক হোসেন নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। তার মাথা ফেটে গেছে। বর্তমানে ওই বিএনপি নেতা স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তবে দলের এই দুঃসময়ে দলীয় গ্রুপিং, কর্মসূচি পালন ও মারামারি নিয়ে ক্ষোভ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলেন, দীর্ঘ পনের বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে বিএনপি।

বেগম জিয়া কারারুদ্ধ। তারেক রহমান দেশের বাইরে। বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ক্ষমতাসীন সরকার। গণতন্ত্র আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে দলের মধ্যে বিভেদ তৈরী না করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে একত্রে আন্দলনের আহবান জানান তারা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী নিহত

চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী মো: ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর...

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

জনপ্রিয়

অপরাধ

রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক আটকে অবরোধ করছেন অটোরিকশা চালকেরা

রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর,যাত্রাবাড়ী ও জাতীয় প্রেসক্লাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। রবিবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর জতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকার...

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মো: আলী আকবর খান মানিক (৫০) নামের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ঢাকা-শেরপুর...

রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক আটকে অবরোধ করছেন অটোরিকশা চালকেরা

রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর,যাত্রাবাড়ী ও জাতীয় প্রেসক্লাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। রবিবার (২৪ নভেম্বর)...

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মো: আলী আকবর খান মানিক (৫০) নামের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার...

আ.লীগ দেশি-বিদেশি প্রভুদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন দিতে যত...