রাজধানীর সাভারে ৩০০ পিস ইয়াবাসহ মো: আব্দুল হামিদ (৪০) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপন পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়। সোমবার (১৩ মে) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত মো: আব্দুল হামিদ সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার আব্দুল ওহাবের ছেলে এবং তিনি বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। পপি আক্তার (২০) সাভারের খনিজনগর এলাকার পলাতক মাদক কারবারি মো: স্বপনের স্ত্রী।
রাজধানীর সাভারে ইয়াবাসহ যুবলীগ নেতাকে আটকের বিষয়ে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন বিপ্লব জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারাবারি স্বপনের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক শীর্ষ মাদক কারবারি স্বপন পালিয়ে গেলেও তার স্ত্রী ও হামিদকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদক ব্যাবসায়ি পলাতক স্বপনসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।