পেরুতে যাত্রীবাহী বাস ৬৫০ ফুট গভীর খাদে পড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। লাতিন আমেরিকার পেরু দেশটিতে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলীয় কাজামার্কার আন্দিয়ান অঞ্চলের পাহাড়ি রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়। রবিবার (২৮ এপ্রিল) গভীর রাতে ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার (২৯ এপ্রিল) পেরুতে যাত্রীবাহী বাস ৬৫০ ফুট গভীর খাদে পড়ে ২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ২৩ জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে তথ্য হালনাগাদ করে ২৫ জন বলে জানানো হয়েছে।
স্থানীয় পৌরসভা কর্মকর্তা সূত্রে জানা গেছে, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে ওই বাসটি একটি নদীর ধারে খাদের মধ্যে পড়ে যায় এবং আরোহীদে মধ্যে বেশ কয়েকজন পানিতে ভেসে গেছে।
এ দুর্ঘটনার পর সেলেনডিন পৌরসভা ৪৮ ঘণ্টার শোক ঘোষণা দিয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তায় চলাচলের উপযোগী ছিল কি-না তা খতিয়ে দেখছে বাসটির কর্তৃপক্ষ।