যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেটের’ কোনও ভূমিকা নেই।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান মার্কিন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাব দেন ট্রাম্প ও মোদি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ‘মহান নেতা’ বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা দুজন ভালো বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যেকোনো ইস্যুতে একতাবদ্ধ থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি মনে করি অন্য অনেক কিছুর চেয়ে ঐক্য গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে চমৎকার ঐক্য রয়েছে। এবং ভালো বন্ধুত্ব রয়েছে, যা আরও ঘনিষ্ঠ হচ্ছে। দেশ হিসেবেও ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ। আমরা বন্ধু এবং সারাজীবন আমরা এমনই থাকব।
এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমি খুবই খুশি যে, শান্তি প্রতিষ্ঠার লখ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এবং টেলিফোনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববাসী এটা মনে করে যে ভারত এই পুরো সময়টাতে নিরপেক্ষ ছিল, তবে এটা সত্য নয়। ভারতের একটা পক্ষ আছে, আর তা হলো শান্তির পক্ষ।
এরপর দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন ট্রাম্প ও মোদি। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ বিবৃতি দেন ট্রাম্প ও মোদি।