ভারতের পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা জেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে বাড়িতে বসে চা খেতে খেতে গল্প করছিলেন ২ বন্ধু। পরে তারা একসঙ্গে বাড়ি বের হয়। আর বিকেলে মিলল তাদের ১ জনের গলা কাটা মরদেহ। নিহতের নাম পীযূষ হালদার (৩৩)। এ ঘটনায় নিহতের বন্ধু সঞ্জীবকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার জানান, পীযূষের বন্ধু সঞ্জীব জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট চক্রের সাথে যুক্ত ছিল। পীযূষের কাছ থেকে ৫০ হাজার টাকা নিলেও তা আর ফেরত দিচ্ছিলো না সঞ্জীব। টাকা পেতে চাপ দেয়ার কারণেই পীযূষকে খুন করা হয়েছে।
পীযূষের মা সরলা হালদার জানান, বৃহস্পতিবার পীযূষের জন্মদিন ছিল। ওই দিনই মেরে ফেলল তাকে। আমাদের সংসারে পীযূষ একাই আয় করত। সঞ্জীব আমার ছেলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়ে পরে আর ফেরত দিতে চাচ্ছিল না। এটা নিয়ে তাদের মধ্যে অশান্তি চলছিল।
ভারতের পশ্চিমবঙ্গে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার বিষয়ে জেলার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা যায়, অভিযুক্ত এবং নিহত যুবকের মধ্যে ব্যক্তিগত শক্রতা ছিল। তদন্তে টাকার বিষয়টিসহ সকল দিক খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীরা বলেন, সঞ্জীবের এই জাল ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে এবং খুনের সময় অন্য কেউ ছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।