কক্সবাজারের টেকনাফে চোরাকারবারিদের ফেলে রেখে যাওয়া ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। শুক্রবার (১২ এপ্রিল) ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো: মহিউদ্দীন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধারের বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, মায়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতের মধ্যেও সীমান্তে চোরা কারবারিরা সক্রিয় রয়েছে। এমনই কোনো এক চক্র ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ফেলে রেখে পালিয়ে গেছে। তবে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে গোপন খবরের ভিত্তিতে টেকনাফের জিম্বংখালী বিওপি’র ১০০ গজ দক্ষিণে ইসহাকের ঘের নামক স্থানের বেড়িবাঁধে অবস্থান কারছিল বিজিবি সদস্যরা।
এক পর্যায়ে ২ ব্যক্তিকে ২টি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশের সীমানার ভেতরে আসতে দেখা যায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে হাতের ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায় তারা। এধরনের চোরাকারবারিদের গ্রেপ্তার করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।