একসঙ্গে দুই প্রেম করায় কৌশলে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে প্রেমিকের গোপনাঙ্গ কেটে পালিয়েছেন এক প্রেমিকা। পরে গুরুতর আহত অবস্থায় প্রেমিক মো: তাওহিদুল ইসলামকে দ্রুত উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়ে। শনিবার (২৯ জুন) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলতাফ মাস্টারঘাট এলাকার কলাপাতা হোটেলে এ ঘটনা ঘটেছে।
আহত তাওহিদুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম পোয়া এলাকার মো: অহিদুর রহমান জমাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, দীর্ঘদিন ধরে তাওহিদুল ইসলামের সাথে ওই এলাকার এক গৃহবধূর প্রেমের সম্পর্ক ছিলো। তারা দু‘জনে প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে তারা দু‘জন একটি সিএনজি করে রায়পুর উপজেলার আলতাফ মাস্টারঘাট এলাকায় ঘুরতে আসেন।
এরপর তাওহিদুল ইসলামের মোবাইল নিয়ে ওই গৃহবধূ দেখতে পান তার বান্ধবীর সাথেও গোপনে প্রেমের সম্পর্ক ছিলো তাওহিদুলের। এ ঘটনার জের ধরে তাদের মধ্যে ঝগড়া হয়।
এর একপর্যায়ে কৌশলে একটি হোটেলে নিয়ে গিয়ে তাওহিদুল ইসলামের গোপনাঙ্গ কেটে পালিয়ে যান ওই নারী। পরে স্থানীয় লোকজন ওই যুবককে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। তবে এখনো ওই যুবকের জ্ঞান ফিরেনি। একসঙ্গে দুই প্রেম করায় ওই গৃহবধূ এমনটা করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াছিন ফারুক মজুমদার জানান, আহত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম মো: তাওহিদুল ইসলাম আল আমিন। তবে ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে ধরতে পুলিশ অভিযান চলাচ্ছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের এক চিকিৎসক জানান, তাওহিদুল ইসলামের গোপনাঙ্গের ৯০ শতাংশ কেটে গেছে। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন। চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার। ২৪ ঘণ্টা পার আগে কিছুই বলা যাচ্ছেনা। এখনও জ্ঞান ফিরেনি তাওহিদুল ইসলামের।