চুয়াডাঙ্গায় ইজিবাইক চালক মো: কাওছার (৪০) নামের এক ব্যক্তিকে ২৩২ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৫ জুন) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তি কুতুরপুর গ্রাম থেকে স্বর্ণের বার দুটি উদ্ধার করা হয়।
আটক ইজিবাইক চালক কাওছার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মৃত মো: আব্দুল কুদ্দুসের ছেলে।
চুয়াডাঙ্গায় ইজিবাইক চালকের কাছ থেকে স্বর্ণের বার উদ্ধারের বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মো: জাহিদুর রহমান জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাই দামুড়হুদা উপজেলার কুতুরপুর সীমান্ত দিয়ে ভারতে সোনার বার পাচার হবে। এ খবর পেয়ে কুতুবপুর পাকা রাস্তার পাশে চেকপোস্ট বসায় বিজিবির একটি টহল দল।
এ সময় সীমান্তের দিকে একটি ইজিবাইক আসতে দেখে সেটিকে থামার সংকেত দেওয়া হলে চালক ইজিবাইক ফেলে রেখে পালানোর চেষ্টা করে।
পরে তাকে আটক করে শরীরে তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ২টি স্বর্ণের বার উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।