চুরির অপবাদে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে মো: আনোয়ার হাওলাদার নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মৃধারবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় সেদিন রাতে শিশুদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারধরের শিকার শিশুরা হলো, একই এলাকার শিশু ইমাম হোসেন (৭), ফাহিম (১০) ও আব্দুল্লাহ (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই ৩ শিশু ওই এলাকার ব্যবসায়ী আনোয়ার হাওলাদারের দোকানের ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খেয়ে ফেলে। এ সময় ব্যবসায়ী আনোয়ার প্রকৃতির ডাকে সারা দিতে দোকানের বাহিরে গিয়ে ছিলেন। পরে দোকানে ফিরে এসে শিশুদের আইসক্রিম খেতে দেখে ওই ব্যবসায়ী তাদের ওপর ক্ষিপ্ত হন। এক পর্যায় ব্যবসায়ী আনোয়ার চুরির অপবাদ দিয়ে ৩ জন শিশুকেই শিকল দিয়ে বেঁধে রেখে রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।
পরে শিশুদের পরিবারের লোকজন ও স্থানীয়রা শিশুদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে দোকান থেকে সটকে পড়েন ব্যবসায়ী আনোয়ার হাওলাদার। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুদের পিঠসহ শরীরের নানা স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
চুরির অপবাদে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের বিষয়ে বাউফল থানা পরিদর্শক (তদন্ত) মো: আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবুও ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী আনোয়ার হাওলাদার পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।