নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে বগুড়ার ৩ উপজেলার ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে শেরপুর ও ধুনট উপজেলার ৬ জন করে ১২ জন ও নন্দীগ্রাম থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, বুধবার (০৫ জুন) সকাল ৮টা থেকে ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান ও এজেন্টের কাছে মোবাইল থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শেরপুর থানার ওসি রেজাউল করিম জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে প্রথমে ৪ জনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। এছাড়া পরে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের এখনো থানায় আনা হয়নি।
নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নন্দীগ্রাম উপজেলার ৩ কেন্দ্র থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা কোন প্রার্থীর পক্ষের তা এখনো জানা যায়নি।
বগুড়ায় ৩ উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান ১২ জন, ভাইস চেয়ারম্যান ১৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৩ উপজেলায় ৭ লক্ষ ৫ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।