নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে ভারত থেকে আনা ৩৪০ বস্তুায় ১৬ হাজার ৯৮৫ কেজি ভারতীয় চিনি জব্দসহ মো: জুবাইদ হোসেন (১৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় ১ জনকে আটক করতে পারলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা কৌশলে পালিয়ে যায়। এ সময় বড় ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) দুপুরে আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রবিবার (১৭ মার্চ) রাতে দুর্গাপুর পৌর শহরের এম.কে.সি.এম স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। আটক জুবাইদ হোসেন ট্রাকটির হেল্পার।
পুলিশ জানায়, নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে ভারত থেকে আনা চিনির ১টি কাভার্ড ভ্যান পৌর শহরের এম.কে.সি.এম স্কুল মোড় এলাকার সড়কে দাড়িয়ে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে ওসি উত্তম চন্দ্র দেবের ১টি দল রবিবার রাতে সেখানে অভিযানে যান।
এ সময় বাংলাদেশি ৫০ কেজির বস্তুায় ভরা ভারতীয় ১৬ হাজার ৯৮৫ কেজি চিনি, ১টি কাভার্ড ভ্যান জব্দসহ ১ জনকে আটক করে পুলিশ। পরে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সলিমউদ্দিন বাদী হয়ে আটককৃত ব্যক্তিসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাছ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে মামলা দিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।