পটুয়াখালীর কলাপাড়ায় ভেঙে পড়েছে ১টি আয়রন ব্রিজ। এটি কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের বড়হর পাড়া খালের ওপর নির্মিত। এলাকাবাসীদের কাছে এটি সাধুর ব্রিজ নামে পরিচিত। ৮০ ফুট দৈর্ঘ্য এবং ১০ ফুট প্রস্থ ব্রিজটি বর্তমানে সম্পূর্ণ অংশ ভেঙে পড়ে আছে খালের মধ্যে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ১টি মালবাহী ট্রাক পারাপারের সময় এ ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় কেউ হতাহত না হলেও আচমকা বিকট শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
জানা যায়, ২০০৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ আয়রন ব্রিজটি নির্মাণ করেন। ৩ বছর আগে এটি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিলেন কর্তৃপক্ষ। রবিবার দুপুরে ১টি মালবাহী ট্রাক পার হওয়ার সময় আয়রন ব্রিজটি ভেঙে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছে লতাচাপলী ইউনিয়নের ৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ব্রিজের উপর দিয়ে তারা সবসময় আসা-যাওয়া করতো। তবে ব্রিজটি সম্পূর্ণ ভেঙে যাওয়ার কারণে এখন যাতায়াতে অনেক সমস্যা হবে। বিশেষ করে স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের। আর চরম ভোগান্তিতে পড়বেন অসুস্থ রোগীরা।
পটুয়াখালীর কলাপাড়ায় ব্রিজ ভেঙে পড়ায় এলজিইডির উপজেলা প্রকৌশলী মো: সাদিকুর রহমান জানান, ভাঙা ব্রিজটি সরিয়ে ফেলে ওই খালের উপর ১টি নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।