বগুড়ার নন্দীগ্রামে যৌতুক ও স্ত্রীকে নির্যাতন মামলায় ওয়ারেন্টমূলে ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) আটককৃতদেরকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো, পৌরসভার নামুইট মহল্লার মো: জয়নাল আবেদীনের ছেলে মো: জাহাঙ্গীর আলম এবং উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংড়া খালাস গ্রামের মো: আব্দুল মজিদের ছেলে মো: বাদল হোসেন।
বগুড়ার নন্দীগ্রামে যৌতুক ও নির্যাতন মামলায় ২ জনকে আটকের বিষয়ে থানা পুলিশ জানায়, আটককৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে ২০২৩ সালে বগুড়ার আদালতে যৌতুক আইনে মামলা হয়।
আটককৃত বাদল হোসেনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের ব্যাপারে ২০২১ সালে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মামলা রয়েছে। ২ মামলার ২ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ২ আদালত।