বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা চালকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আছেন একই পরিবারের ৩ সদস্য বলে জানা গেছে। এছাড়াও ২ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলার ধরমোকাম এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রামের ওসি উজ্জামানের ছেলে সেনা সদস্য মো: আরিফুল ইসলাম (৩২), আরিফুলের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও শিশু ছেলে সাওম (৭) ও সিএসজির চালক মো: নাসিম হোসেন (৩০)। নাসিম সিরাজগঞ্জের তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে। আহতরা হলেন, শেরপুর উপজেলার ছোনকা এলাকার মো: গোলাম (৫০) ও রায়গঞ্জের কাওসার আলী (২০)।
নিহত মৌসুমী আক্তারের পরিবার ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল স্ত্রী সন্তান নিয়ে উপজেলার সাধুবাড়ি গ্রামে তার শশুর সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় তার এলাকার একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
তাদের সিএনজি চালিত অটোরিকশাটি ঢাকা বগুড়া মহাসড়কের ধরমোকাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। তাদের মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো কৌশিক জামান কাজল জানান, ২ জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ৩ জনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু হাসেম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর ১ জনের মরদেহ হাইওয়ে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।