বগুড়ার শেরপুরে বিএনপি’র কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে বগুড়া-০৫ আসনের সাবেক দুই সাংসদ সহ ১৪১ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা (নং ২৪) দায়ের করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) রাতে শেরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে এই মামলা করেন।
২০২৩ সালের ১৫ নভেম্বর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটানো, মারধর এবং ভাঙচুরের অভিযোগ উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।
থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, এ মামলায় বগুড়া-০৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মুজিবুর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর নাজমুল আলম খোকন, সাবেক কাউন্সিলর শুভ ইমরান, শহর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম শিপ্লব, সাধারণ সম্পাদক নুরে আলম সানি, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন করিব ড্যানি, সাবেক সভাপতি গালিব সরকার, সাধারণ সম্পাদক সাদায়েত জামান নিহাল সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন কমিটির ১৪১ জনকে নামীয় আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে।
বগুড়ার শেরপুরে দুই সাবেক এমপি সহ ১৪১ জনের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বলেন, ২০২৩ সালে শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা, হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করে। তারাই আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করে, আমরা সে সময় মামলা করতে পারিনি, বর্তমান অন্তবর্তীকালীন সরকার আমাদের গনতন্ত্র ফিড়িয়ে দেওয়ায় আমরা এখন মামলা দায়ের করেছি।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, উপজেলা বিএনপি’র পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।