বাগেরহাটের মোল্লাহাটে সুপারি চুরিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো: জামিল সরদারকে হত্যার অভিযোগে ভাতিজা মো: রইচ সরদারকে (২২) গ্রেফতার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে উপজেলার কুলিয়া ঘাটবিলা গ্রামে অভিযান চালিয়ে রইচ সরদারকে আটক করে র্যাব-৬ এর সদস্যরা। আইনি প্রক্রিয়া শেষ রইচকে মোল্লাহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহত মো: জামিল সরদার উপজেলার জয়ডিহি দাঁড়িয়াঘাটা এলাকার মো: সাহেব সরদারের ছেলে। আটককৃত রইচ সরদার উপজেলার জয়ডিহি দাঁড়িয়াঘাটা এলাকার ইসরাইল সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত (২০ ফেব্রুয়ারি) আজ সকালে সুপারি চুরিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে এক পর্যায়ে জামিল সরদারকে ছুরিকাঘাত করে হত্যা করে ভাতিজা রইচ সরদার। পরে জামিল সরদারের ভাই মো: দেলোয়ার সরদার বাদী হয়ে রইচ ও তার বাবাসহ ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বাগেরহাটের মোল্লাহাটে সুপারি চুরি নিয়ে দ্বন্দ্বে হত্যা, ভাতিজা আটক এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম জানান, এ ঘটনার প্রধান আসামি রইচ সরদারকে আটক করা হয়েছে। মামলার অপর দুইজন আসামি রইচের বাবা ও মাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।