বাগেরহাটে পূর্ব সুন্দরবনে ১টি মৃত বাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বনের কচিখালী অভয়ারণ্যের ১টি খাল থেকে বনরক্ষীরা মৃত বাঘটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছেন।
বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার জানান, সোমবার দুপুরে বনরক্ষীরা সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের ভেতরে একটি খালে ভাসমান অবস্থায় এ রয়েল বেঙ্গল টাইগার মৃত অবস্থায় উদ্ধার করেন। তবে এখনও বাঘের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
ময়নাতদন্তের পর বাঘটির মৃত্যুর কারণ জানা যাবে। বাঘের ময়নাতদন্তের জন্য শরণখোলা ও মোরেলগন্জের প্রাণী সম্পদ কর্মকর্তারা মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কচিখালী রওনা হয়েছে।
বাগেরহাটে পূর্ব সুন্দরবনে মৃত বাঘ উদ্ধারের বিষয়ে শরণখোলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোসাহেদ আহমেদ জানান, বনবিভাগের অনুরোধে আমরা বাঘের ময়নাতদন্তের জন্য সুন্দরবনে যাচ্ছি।