ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কায় ২ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার (০২ মার্চ) সকালে কুমিল্লা থেকে সিলেটগামী মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা ২ জন হলেন, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের মো: আবু মিয়ার ছেলে মো: জুনায়েদ (২৭) এবং শহরের মেড্ডার নোয়াপাড়া এলাকার মো: নোয়াব আলির ছেলে মো: আব্দুল হাই (৫০)।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, শহর থেকে ১টি সিএনজি ৪ জন যাত্রী নিয়ে কুমিলা থেকে সিলেটগামী মহাসড়ক হয়ে খাঁটিহাতার দিকে যাচ্ছিল। সিএনজিটি যাত্রী তুলতে উত্তর সুহিলপুর সড়কের পাশে দাঁড়ায়।
এ সময় ১টি দ্রুত গতির ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুল হাই নিহত হন। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সোখানকার চিকিৎসক মো: জুনায়েদ নামে আরও ১ জনকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনার বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, নিহতদের মধ্যে ১ জনের মরদেহ থানায় এবং অন্য আরেক জনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতদের স্বজনদের থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।