সিরাজগঞ্জের তাড়াশে মোছা: পাখি খাতুন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) রাতে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিণা গ্রামের মধ্যপাড়া থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর পাখির খাতুনের স্বামী মো: হোসাইন আলী পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে একই উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের মো: রইছ উদ্দিনের মেয়ে পাখি খাতুনের সাথে হোসাইন আলীর বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। সেদিন রাত ১০টার দিকে নিজ ঘরে গলায় রশি পেঁচানো পাখির ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে পাখি খাতুনের মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে তারাশ থানার পরিদর্শক (তদন্ত) মো: নুরে আলম বলেন, নিহত পাখি খাতুনের মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।