হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইক চালক মো: আতাউর রহমান (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছেন, ইজিবাইকটি ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে চুনারুঘাট উপজেলার বালিয়ারি গ্রামের পাশে একটি পুকুর পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত মো: আব্দুল খালেকের ছেলে।
হবিগঞ্জের চুনারুঘাটে গলাকাটা মরদেহ উদ্ধাররের বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রজিৎ কুমার দাশ বলেন, বুধবার (০৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আতাউর রহমান আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।
বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে একটি পুকুর পাড়ে আতাউরের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল পাঠান।
তিনি আরও বলেন, আতাউরের ইজিবাইকটির সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইকটি ছিনতাইয়ের পর তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে চলে যায় দুর্বত্তরা। পুলিশ এ বিষয়টি নিয়ে তদন্ত করছে।