শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

নাটোরের নলডাঙ্গায় স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

বিশেষ সংবাদ

নাটোরের নলডাঙ্গায় মো: হিমেল হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে নলডাঙ্গা উপজেলার পিপরুল এলাকার একটি পুরাতন ও পরিত্যক্ত ভবনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মো: হিমেল হোসেন উপজেলার পিপরুল এলাকার মো: ফারুক সরদারের ছেলে। সে পাটুল-হাপানিয়া স্কুল এন্ড কলেজের ৯বম শ্রেণীর ছাত্র ছিল। আটককৃতরা হলেন, হিমেলের বন্ধু মেহেদি, পার্থ, সুজন ও শিমুল।

নাটোরের নলডাঙ্গায় স্কুলছাত্রকে হত্যার বিষয়ে লডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, গতকাল বিকেল ৫টার দিকে পার্থ নামের সহপাঠী এক বন্ধু মোবাইল ফোনে হিমেলকে পিপরুল ইউনিয়ন পরিষদের পুরাতন ও পরিত্যক্ত ভবনে ডেকে নিয়ে যার। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পান তার পরিবার। পরে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে তারা স্থাীয় থানা পুলিশকে বিষয়টি জানান। এ অবস্থায় নিখোঁজ হিমেলকে উদ্ধারে অনুসন্ধানে নামে থানা পুলিশ।

তিনি আরও জানান, মোবাইল ফোনের সূত্র ধরে হিমেলের বন্ধু পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে, রাত সাড়ে ১২টার দিকে পিপরুল ইউনিয়ন পরিষদের পুরাতন ও পরিত্যক্ত ভবনে রক্তাক্ত অবস্থায় হিমেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত হিমেলের বন্ধু পার্থ, মেহেদি, সজুন ও শিমুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ