রাজধানীর ভাষানটেকে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ জনের অবস্থাই খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
শুক্রবার (১২ এপ্রিল) ভোরেরাতে ভাষানটেক নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নং বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দগ্ধরা হলেন, মো: লিটন (৪৮), তার স্ত্রী সূর্য বানু (৩০), তাদের ৩ সন্তান লামিয়া (৭), লিজা (১৮) ও সুজন (৮), এবং লিটনের শাশুড়ি মোছা: মেহরুন্নেছা (৮০)।
জানা গেছে, দগ্ধ ৬ জনের শরীরের ৩০ শতাংশ থেকে ৮২ শতাংশ পর্যন্ত এবং শ্বাসনালী পুড়ে গেছে। ৬ জনের অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে ২ জন এইচডিইউতে আর ১ জন আইসিইউতে। বাকিদের এখনো রেড ইউনিটে রাখা হয়েছে।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, দগ্ধ লিটনের বাড়ি ময়মনসিংহ। তিনি কালভার্ট রোডের দোতলা বাড়িটির নিচ তলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। ওই এলাকায় ফার্নিচারের ব্যবসা রয়েছে তার। বৃহস্পতিবার রাতে ওই বাসায় সবাই ঘুমিয়ে ছিলেন।
শুক্রবার ভোরে লিটন মশা তারানোর কয়েল জ্বালাতে গিয়েই বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, লিকেজের কারণে সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে ছিলো। মশার কয়েল জ্বালাতে গিয়ে গ্যাস থেকেই এ বিস্ফোরণ ঘটেছে। এতে পরিবাররের ৬ জনই গুরুতর দগ্ধ হন।
রাজধানীর ভাষানটেকে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধের বিষয়ে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানান, লিটনের শরীরের ৬৭ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া তার স্ত্রী সূর্য বানুর ৮২, লিজার ৩০, লামিয়ার ৫৫, সুজনের ৪৩ ও শাশুড়ি মেহরুন্নেছার ৪৭ শতাংশ পুড়ে গেছে। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক।