রাজধানীর সাভারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো: সাজ্জাদ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) রাতে সাভার পৌর এলাকার আড়াপড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
শনিবার (১৩ এপ্রিল) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত মো: সাজ্জাদ হোসেন রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার মো: শাহীন আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং নেতা স্বপনসহ তার দুই সহযোগীর সঙ্গে সাজ্জাদ ও তাঁর বন্ধুদের সঙ্গে হাতাহাতি হয়। পরে খবর পেয়ে স্বপন কয়েকজন সহযোগী নিয়ে সেখানে গিয়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর সাভারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহতের বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।