মেহেরপুর সদরে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে মো: আব্দুস সালাম (৫৫) নামে এক ভূষিমাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদর উপজেলার আমঝুপি এলাকায় ভূষিমাল কিনে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে গিয়ে ‘হিট স্ট্রোকে‘ মৃত্যু হয় তার। নিহত আব্দুস সালাম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পশ্চিমপাড়া এলাকার মো: কিতাব আলীর ছেলে।
স্বজনরা জানায়, আব্দুস সালাম এলাকার মধ্যে থেকে ভূষিমাল কিনে বাইসাইকেল করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে প্রচণ্ড গরমে তিনি বাইসাইকেল থেকে হঠাৎ পড়ে যান। পরে অচেতন অবস্থায় আব্দুস সালামকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আব্দুস সালাম মারা গেছেন। নিহতের পারিবারের লোকজনের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে আব্দুস সালাম ‘হিট স্ট্রোক’ করে মারা গেছেন।
মেহেরপুর সদরে ‘হিট স্ট্রোকে’ ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেখ কনি মিয়া জানান, নিহত ব্যবসায়ী আব্দুস সালামের মরদেহ পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি চলছে।