টি-২০ বিশ্বকাপে স্মিথ ও ফ্রেজার ছাড়াই মিচেল মার্শকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য পারফরম্যান্স করেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি জেইক ফ্রেজার-ম্যাগার্কের। সেই সঙ্গে সুযোগ পাননি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।
আগামী ১ জুন থেকে, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে অভিজ্ঞদের ওপর ভরসা রেখে দল সাজিয়েছে অজিরা।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস (উইকেট কিপার), মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন, ম্যাথু ওয়েড (উইকেট কিপার), টিম ডেভিড, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা, নাথান এলিস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, ও প্যাট কামিন্স।