মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন পলক

বিশেষ সংবাদ

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। ওই সময়কার সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা যায়। যদিও সরকারি এই সংস্থাগুলো ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করেনি। তবে ইন্টারনেট বন্ধের বিষয়ে পলক জানিয়েছিলেন, ইন্টারনেট অবকাঠামোয় অগ্নিসংযোগের কথা।

জানা যায়, গত (১৫ জুলাই) রাত ১২টার দিকে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর আধা ঘণ্টা পর আরেকটি নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ইন্টারনেট বন্ধ করার জন্য বলা হয়।

পরদিন ১৬ জুলাই দুপুর ১টার দিকে বিটিআরসির ওই বিভাগ থেকে দেশের মোট ৫৯টি বিশ্ববিদ্যালয়ে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ আসে। এই নির্দেশের পরিপ্রেক্ষিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদনের কথা বলা হয়। বিটিআরসি এই মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। এ ব্যাপারে বিটিআরসির এক কমিশনার জানিয়েছেন, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত কমিশনারদের সঙ্গে আলোচনা করে নেওয়া হতো না।

আইটিসি ও সাবমেরিন কেবল কোম্পানি সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই সন্ধ্যার দিকে বিটিআরসি ব্যান্ডউইডথ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। আইটিসি দুই সংস্থা লিখিত আদেশ চাইলে হোয়াটসঅ্যাপেি একটি বার্তা পাঠানো হয়। এরপর রাত ৯টার মধ্যে সারা দেশ ইন্টারনেট-বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত বিটিআরসি নজরদারি করতে থাকে। সাবমেরিন কোম্পানিকে সাবেক প্রতিমন্ত্রী পলক নিজে ফোন করে ইন্টারনেট বন্ধে করার জন্য বলেন। ৫ আগস্টে আবারও সাবমেরিন কেবল কোম্পানি ও আইটিসি থেকে ব্যান্ডউইডথ সরবরাহ বন্ধ করা হয়েছিল।

এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মো: মির্জা কামাল আহম্মদ বলেন, কর্তৃপক্ষের নির্দেশেই ব্যান্ডউইডথ বন্ধ করা হয়েছিলো ।

গত (১৭ জুলাই) ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা এনটিএমসি। এদিন রাত সাড়ে ১১টার দিকে এনটিএমসি থেকে মোবাইল অপারেটরদের বলা হয়, তাদের কনটেন্ট ‘ব্লকিং’ ও ‘ফিল্টারিং’ ডিভাইসের আওতার বাইরে থাকা ফেসবুক, টিকটক ও ইউটিউব রাত ১২টা থেকে বন্ধ করে দিতে হবে। এর দুই ঘণ্টার মধ্যে এনটিএমসি সকল মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়। তখনকার এনটিএমসির মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান। তাকে গত ৬ আগস্ট সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই তোলপাড় নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের সাজে একটি ভিডিও, যা মুহূর্তেই কৌতূহল তৈরি...

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর প্রশংসার কমতি ছিল...

জনপ্রিয়

অপরাধ

পিরোজপুরে নিখোঁজের ৩ দিন পর গোয়ালঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় তিন দিন নিখোঁজ থাকার পর মো. রাইয়ান মল্লিক (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ডিবি পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) রাত...

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ আপিল বিভাগে বহাল রাখা হয়েছে। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয়...

ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীনের ওপর ডিম নিক্ষেপ, কলেজে ধস্তাধস্তি

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে। ঘটনা ঘটে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে অনুষ্ঠিত একটি...

পিরোজপুরে নিখোঁজের ৩ দিন পর গোয়ালঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় তিন দিন নিখোঁজ থাকার পর মো. রাইয়ান মল্লিক (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে...

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ আপিল বিভাগে বহাল রাখা...

ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীনের ওপর ডিম নিক্ষেপ, কলেজে ধস্তাধস্তি

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে। ঘটনা ঘটে মঙ্গলবার (২৭ জানুয়ারি)...

‘হ্যাঁ’ ভোটে এগিয়ে যাবে বাংলাদেশ, ‘না’ ভোটে হেরে যাবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিছু রাজনৈতিক দল প্রকাশ্যে ‘হ্যাঁ ভোট’-এর সমর্থন দেখালেও তারা বাস্তবে...

বিআরটিসির সব বাস থেকেই কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)-এর প্রতিটি...

বগুড়ার সাবেক পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জন নিহত হওয়ার ঘটনায়...