গত ১৬ বছর দেশর সাধারণ জনগণ পরাধীনতার শিকলে আবদ্ধ ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আমির শায়খে চরমোনাই।
তিনি বলেন, গত ১৬ বছর যারা দেশকে শাসন করেছে তারা দেশের অর্থনৈতি ভঙ্গুর করে দিয়েছে। তারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে দেশকে একেবারে দেউলিয়া করে দিয়েছে। তারা দেশে সর্বত্র জুলুম নির্যাতনের রাজত্ব কায়েম করে রেখেছিল। এখন তাদের বিরুদ্ধে আমাদের সবার কাঁধে কাঁধ মিলিয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আদাবর সুনিবীড় হাউজিং সোসাইটি ৪০ ফিট মেইন রোডে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমির ফয়জুল করীম বলেন, স্বঘোষিত শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে বিভিন্ন থানা, মন্দির, ও মহল্লা পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। সহিংসতার রাজনীতি বিশ্বাস করে না আমাদের দল।
তিনি আরও বলেন, ভারত বাক-স্বাধীনতার নামে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আদালতে ভারতের মোদি সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।