রাজধানীর সাভারে ৫ কোটি ৫২ লাখ টাকার ফেনসিডিল ও কেরু অ্যান্ড কোং-এর দেশীয় মদসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৩। সোমবার (০৭ অক্টোবর) উপজেলার আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত হলেন, মো: আবদিন আলী (৫৮), মো: আলিফ (২৫) ও মো: বিষু রহমান (৩৭)। মঙ্গলবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর ডিএডি মাহবুব হোসেন।
মাহবুব হোসেন বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সাভারের আমিন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩’শ বোতল ফেনসিডিল ও কেরু অ্যান্ড কোং-এর ১৮ হাজার বোতল দেশীয় মদ উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। রাতে মাদকসহ গ্রেপ্তারকৃত আসামিদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ও কেরু মদের আনুমানিক বাজার মূল্য ৫কোটি ৪০ লাখ টাকা।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র্যাবের কর্মকর্তা মাহবুব হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।