রাজধানীর মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১০টার দিকে কচুক্ষেত এলাকার ৮টি কারখানার পোশাক শ্রমিকরা ক্যান্টনমেন্ট মিরপুর-১৪ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকার রাস্তাগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম বিপাকে পড়েছেন সব যাত্রীরা।
পোশাক শ্রমিকরা জানিয়েছেন, তাদের ৩ মাসের বেতন বকেয়া পড়ে আছে। বেতন পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা।
পথচারীরা জানান, পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছি।
অন্যদিকে টানা ৪ দিনের দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে খুলেছে সব অফিস-আদালত। ফলে রাজধানী ফিরতে শুরু করেছে তার আগের রূপে। কিন্তু শ্রমিকদের সড়ক অবরোধ করার কারণে এ এলাকার অফিসগামীদের দিনের শুরুতেই পড়তে হচ্ছে বিপাকে।
এদিকে পূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর আজ সোমবার প্রথম কর্মদিবসে মিরপুরে পোশাক শ্রমিকদের এই আন্দোলনের কারণে অফিসগামী যাত্রীসহ বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষের ভোগান্তি আরো বেড়েছে।