কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে ড. ইউনূস ও তার সফরকারী সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। কপ-২৯ জলবায়ু সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এটি তার দ্বিতীয় সফর। এর আগে, জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্টের নিউইয়র্ক সফর করেন তিনি।