কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের বড়ভিটা চর এলাকায় বিদ্যুতের শক দিয়ে মাছ ধরার সময় ২টি ইলেকট্রিক মেশিনসহ ৬ জন জেলেকে আটক করেছে নৌবন্দর থানা পুলিশ।
সোমবার (০২ ডিসেম্বর) সকালে আটককৃত জেলেদের চিলমারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে নৌবন্দর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী গ্রামের শ্রী শ্রী মিলন চন্দ্র দাস (৪১), নয়ন চন্দ্র দাস (৩২), একই ইউনিয়নের ফকিরেরভিটা গ্রামের মিলন মিয়া (৩৫) ও মো: সাদ্দাম (৩০), মো: আবু বকর সিদ্দিক (২৪) জেলার ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা জেলে পাড়া এলাকার শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)।
বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, আটককৃত ৬ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।