বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী মাসে লন্ডন যাবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে বিএনপি নেতা জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয় জানুয়ারির প্রথমার্ধে চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। তবে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।