রংপুরে র্যাবের অভিযানে ৪ কোটি টাকা মূল্যের কালো কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাকারবারী দিনাজপুর বীরগঞ্জ শতগ্রামের আবেদ আলীর ছেলে আক্কাছ আলীকে (৫২) গ্রেফতার করেছে র্যাব -১৩।
উদ্ধারকৃত ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ৩০ ইঞ্চি প্রস্থের বিষ্ণুমূর্তির ওজন ৩৯৫ কেজি। বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক সাইফুল্লাহ নাঈম বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৩-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ নীলফামারীর একটি আভিযানিক দল গত রাত ১০টার দিকে দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের অর্জূননাহার গ্রামের ছমির উদ্দিনের ছেলে খুরশেদ আলমেরবাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় চোরাকারবারী আক্কাস আলীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আসামির দেয়া স্বীকারোক্তি অনুযায়ী খুরশেদের বাড়ির দক্ষিণে লাউ গাছের মাচার নিচে ৮ ইঞ্চি মাটি খনন করে বিশাল আকৃতির একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে খুরশেদ আলম পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্কাস আলী র্যাবকে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মূর্তির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা মূর্তি চোরাচালান করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা দায়েরসহ তাকে হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জনায় র্যাব।