পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পেছনে ভারতীয় হস্তক্ষেপ রয়েছে।
তিনি বলেন, বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল পৃষ্ঠপোষক ভারত, এবং ভারতীয় মিডিয়া বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) প্রচারিত ভিডিওকে প্রচার করে এই হামলাকে উসকে দেয়।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার ফলে ২৬ জন যাত্রী ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন, এবং ৩৩ জন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা নিহত হয়েছে। তবে, ৩৫৪ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খানও ভারতকে সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগ করেছেন।