বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসি গরুর মাংসে রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে নগদ দুই হাজান টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত ব্যবসায়ীর নাম বেলাল হোসেন (৪৫)। তিনি উপজেলার চোপিনগর ব্রিহিগ্রাম এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দুবলাগাড়ী হাটে গরুর মাংস বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার দুবলাগাড়ী হাটে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত শাজাহানপুরের দুবলাগাড়ী হাটে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। এ সময় দেখা গেছে, বাসি মাংসে কৃত্রিমভাবে রক্ত মিশিয়ে সেটিকে তাজা বলে উপস্থাপন করা হচ্ছিল। ঘটনাস্থলে উপস্থিত জনতার সামনে বেলাল হোসেন নিজের দোষ স্বীকার করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বলেন জান্নাতুল নাইম বলেন, “ক্রেতাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে মাংসে রক্ত মিশিয়ে সেটিকে তাজা বলে বিক্র করা হচ্ছিল। এটি শুধু প্রতারণা নয়, মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকরও। এ ধরনের কাজ বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “যদি কোথাও এমন অনৈতিক কাজ চোখে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর জন্য ক্রেতাদের নিকট অনুরোধ করছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।