ভারত-পাকিস্তান উত্তেজনা আবারও তুঙ্গে। কাশ্মিরে পর্যটক নিহতের ঘটনার পর দিল্লির পক্ষ থেকে সিন্ধু নদীর পানি বন্ধের হুমকি ঘিরে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি কড়া ভাষায় বলেন, “সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত।”
শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সুক্কুরে এক বিশাল জনসভায় এই মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর নিশ্চিত করেছে।
জনসভায় বিলাওয়াল অভিযোগ করেন, “ভারত সিন্ধু নদীর পানি নিজের করে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তারা যেন ভুলে না যায়—এই নদীর প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বসবাস করে। আমরা কখনোই আমাদের অধিকার থেকে সরে দাঁড়াব না।”
তিনি আরও বলেন, “কাশ্মিরের পেহেলগাম হামলার ঘটনার পর ভারতের একতরফা সিদ্ধান্ত—সিন্ধু পানি চুক্তি থেকে সরে যাওয়া—আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। নরেন্দ্র মোদির চিৎকারে নয়, ইতিহাস বলে দেয় এই নদীর উত্তরাধিকার কার।”
বিলাওয়াল বলেন, “পাকিস্তানসহ আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের এই যুদ্ধমুখী অবস্থানকে সমর্থন করে না। কোনো প্রমাণ ছাড়া অভিযোগ তুলে পাকিস্তানকে দোষারোপ করা ও ঐতিহাসিক চুক্তিকে উপেক্ষা করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
তিনি দাবি করেন, “ভারতের এই আচরণ তাদের ব্যর্থতা ঢাকতেই করা হচ্ছে। এতে কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, গোটা অঞ্চলের শান্তিও হুমকির মুখে পড়বে।”
উল্লেখ্য, সম্প্রতি ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল এক উচ্চপর্যায়ের বৈঠকে জানান, “পাকিস্তানে এক ফোঁটাও পানি প্রবাহিত হতে দেওয়া হবে না।” এই বিবৃতিই দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে।