দেশের ছয়টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৯ এপ্রিল) বৃষ্টি ও বজ্রসহ অস্থায়ী দমকা হাওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর ও বগুড়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টিও।
এই পূর্বাভাসে স্বাক্ষর করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
সর্বশেষ ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে দেশের সার্বিক তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না। দিনে ও রাতে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার এই পরিবর্তনকে ঘিরে নদীপথে যাতায়াতকারী, কৃষক ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।