বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

শেরপুরে

অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

বিশেষ সংবাদ

শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজে অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় স্থানীয় সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে

ঘটনাটি ঘটেছে শনিবার (৩ মে) দুপুরে পরীক্ষার শুরু হওয়ার আগমুহূর্তে। এতে করে পরীক্ষার স্বচ্ছতা, তথ্য অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বমহলে।

দুপুর ২টা থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও তার আগেই সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ক্যাম্পাসে যান স্থানীয় সাংবাদিকরা। কিন্তু তারা কলেজের প্রধান ফটকটি ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। একাধিকবার নক করার পরেও গেট খুলে দেওয়া হয়নি। পরে জানা যায়, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পরীক্ষার তদারকিতে দায়িত্বে থাকা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষানবিশ) ফয়সাল মাহমুদ সাংবাদিকদের বলেন, “পরীক্ষা চলাকালীন সময়ে কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এমনকি পাবলিক পরীক্ষাতেও এটি মানা হয়। পরীক্ষা শেষে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নেওয়া যাবে।”
তবে সাংবাদিকদের প্রশ্ন ছিল—এটি কোনো পাবলিক পরীক্ষা নয়, একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়োগ পরীক্ষা। সেখানে গোপনীয়তা এতটা জরুরি কেন?

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, “সাধারণত আমরা সাংবাদিকদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সুযোগ দিয়ে থাকি। এখানে যদি তাদের ঢুকতে না দেওয়া হয়ে থাকে, তবে সেটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সিদ্ধান্ত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা যেতে পারে।”

শেরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক সরকার বলেন, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহে বাধা দিয়ে স্বচ্ছতার জায়গায় কালো পর্দা টানা হয়েছে। এটি কোনো সামরিক গোপন অভিযান নয়, যে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ থাকবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

প্রায় দেড় ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হলেও তখন আর কার্যত পরীক্ষার মূল প্রক্রিয়া দেখার সুযোগ ছিল না।

নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষার্থীদের কেউ কেউ বলেন, “পরীক্ষার আগে থেকেই কিছু গুঞ্জন চলছিল। আজ গেট বন্ধ করে রাখার পর আমাদের সন্দেহ আরও বেড়েছে। স্বচ্ছতা থাকলে এমন নিষেধাজ্ঞা থাকার কথা না।”

এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে একটি নিয়োগ পরীক্ষায় গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার সীমিত করার এই ঘটনাকে স্থানীয় সাংবাদিকরা গণতান্ত্রিক অধিকার হরণের সামিল বলে মনে করছেন। তারা বলছেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের উপস্থিতি বাধা নয়, বরং সহায়ক শক্তি—এটি যে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ভুলে গেছে, তা অনাকাঙ্ক্ষিত এবং গণতন্ত্রবিরোধী।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কোরআনের কসম, আমি পালাবো না: পুলিশকে তৌহিদ আফ্রিদি

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাতে বিশেষ অভিযানে বরিশাল থেকে তাকে আটক করা হয়। সিআইডির...

শ্বশুরবাড়িতে হিরো আলম, মিটমাট হলো রিয়া মনি

সাম্প্রতিক একাধিক ফেসবুক পোস্টে হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন। এর পরপরই রিয়া মনি...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ৭ লাখ টাকার জালনোটসহ যুবক গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায়...

ফ্যাসিস্ট হাসিনার নিপীড়নের প্রতিবাদে জেগে ওঠে ছাত্র-জনতা: মাহফুজ আলম

ফ্যাসিস্ট হাসিনার নিপীড়ন ও নৃশংসতার বিরুদ্ধে ছাত্র-জনতা রাস্তায় নেমেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (২৬ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম...

ডিবি প্রধান হলেন বগুড়ার শফিকুল ইসলাম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: শফিকুল ইসলাম। বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী,...

বগুড়ায় ৭ লাখ টাকার জালনোটসহ যুবক গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার...

ফ্যাসিস্ট হাসিনার নিপীড়নের প্রতিবাদে জেগে ওঠে ছাত্র-জনতা: মাহফুজ আলম

ফ্যাসিস্ট হাসিনার নিপীড়ন ও নৃশংসতার বিরুদ্ধে ছাত্র-জনতা রাস্তায় নেমেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ...

ডিবি প্রধান হলেন বগুড়ার শফিকুল ইসলাম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: শফিকুল ইসলাম। বুধবার (২৭ আগস্ট)...

ডিসি মাসুদকে বহিষ্কারসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় সরকারের পক্ষ থেকে গঠিত কমিটি নিয়ে অসন্তোষ এবং আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নতুন করে পাঁচ...

নতুন অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, কর্মস্থল ত্যাগ না করেই যোগদান!

বগুড়ার শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজে অধ্যক্ষ...

বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৮ সদস্যের কমিটি গঠন

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ...