সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবার আরও কড়া ভাষায় পাকিস্তানের জনগণকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের ভূজে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, “শান্তিপূর্ণ জীবনযাপন করো, রুটি খাও। না হলে আমার গুলি তো আছে।”
মোদি বলেন, পাকিস্তানের জনগণই এখন তাদের দেশকে ‘সন্ত্রাসবাদের রোগ’ থেকে মুক্ত করতে পারে। তিনি প্রশ্ন রাখেন, “সন্ত্রাসবাদের মাধ্যমে তোমরা কী অর্জন করেছ? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি—আর তোমরা কোথায় আছো?”
মোদি তার বক্তব্যে আরও বলেন, “পাকিস্তানের তরুণদের এখন সিদ্ধান্ত নিতে হবে—তারা সন্ত্রাসের পথ ধরবে, নাকি শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য কাজ করবে।”
মোদির মতোই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করও পাকিস্তানকে নিশানা করেন। তিনি বলেন, “পাকিস্তানে সন্ত্রাসবাদ এখন ওপেন সিক্রেট। রাষ্ট্র এবং সেনাবাহিনীই একে মদদ দেয়।”
মোদি আরও স্মরণ করিয়ে দেন জম্মু-কাশ্মীরের পহেলগামে সম্প্রতি হওয়া সন্ত্রাসী হামলার কথা, যাতে প্রাণ হারান ২৬ জন ভারতীয় পর্যটক। এরপরই ভারত চালায় ‘অপারেশন সিন্দুর’। মোদির ভাষায়,
“এই অভিযান কেবল একটি সামরিক জবাব নয়, বরং এটি ভারতের মূল্যবোধ ও আবেগের প্রতিফলন।”
পহেলগাম হামলার জের ধরে ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। প্রায় তিন সপ্তাহ ধরে চলা সংঘাতের পর গত ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতি হয়।