বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযান চলাকালে দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়েছে। সোমবার (১৬ জুন) দিবাগত রাতে গভীর রাতে শহরের কসাইপাড়া মহল্লার একটি পুরোনো ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্বে দেন সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। তিনি জানান, বেশ কিছুদিন ধরে এলাকার একটি নির্দিষ্ট বাড়ি নজরদারির মধ্যে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে রাতে ওই ভবনের দ্বিতীয় তলার পরিত্যক্ত একটি কক্ষে অভিযান চালানো হয়। সেখান থেকেই গুলিগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করি। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”
অভিযানের সময় বাড়িটিতে সন্দেহভাজন বিশাল (২৪) উপস্থিত ছিলেন না। তাকে সেখানে না পাওয়ায় এখন পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
খুব দুঃখজনক ঘটনা।