শেখ হাসিনাকে ‘ভারত থেকে ফেরত আনার’ দাবিতে আগামী ৬ আগস্ট ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। শুক্রবার (১ আগস্ট) কর্মসূচিকে সফল করতে দলটির ছাত্রসংগঠন ‘জাগপা ছাত্রলীগ’ রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছে।
জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন এবং সেখানে স্লোগান দেওয়ার পর এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, “শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে আমরা ১২ দলীয় জোটের পক্ষে ভারতীয় দূতাবাস ঘেরাও করবো। এই কর্মসূচিকে সফল করতে আজকে প্রস্তুতি সমাবেশ করেছি।”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে জাগপা ছাত্রলীগ। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবের দিকে যায়।
এসময় বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কর্মসূচি চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন।