সুন্দরবনে সক্রিয় কুখ্যাত জলদস্যু আসাবুর বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সুন্দরবনের শরবতখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (৬ আগস্ট) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
আটককৃতরা হলেন, বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা দুজনই খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলার একটি টিম সুন্দরবনের শরবতখালী এলাকায় অভিযান চালায়। খবর ছিল, জলদস্যু আসাবুর বাহিনীর সদস্যরা সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। অভিযান চলাকালীন দস্যুরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মসমর্পণের জন্য দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় ধাওয়া করে দুজনকে আটক করা হয়।
আটকৃতদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে জলদস্যু আসাবুর বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি ও অস্ত্র সরবরাহের কাজে জড়িত।
বিসিজিএস ‘স্বাধীন বাংলা’ জাহাজের নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট মো. খালিদ সাইফুল্লাহ বলেন,“সুন্দরবনে কয়েকটি পুরনো দস্যু চক্র ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা তৎপর আছি। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।