শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক মো: আজিজুর রহমানকে (২৭) হত্যা মামলার আসামি করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
রোববার (১৭ আগস্ট) গণমাধ্যমে এ তথ্য জানান তিনি।
ডিএমপি জানায়, গত ১৫ আগস্ট ধানমন্ডি-৩২ নম্বর এলাকা থেকে আজিজুর রহমানকে আটক করা হয়। পরদিন ১৬ আগস্ট ধানমন্ডি থানায় চলতি বছরের এপ্রিল মাসে দায়ের হওয়া একটি মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়। যে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে, তা দণ্ডবিধির (পেনাল কোড) অধীনে একটি নিয়মিত মামলা, হত্যা মামলা নয়।
ডিএমপি আরও জানায়, হত্যা মামলার আসামি হিসেবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যে তথ্য ছড়ানো হয়েছে, তা ‘ভুল ও উদ্দেশ্যমূলক’।
এ বিষয়ে ডিএমপির মুখপাত্র ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে সকলকে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন।
এর আগে, ধানমন্ডি ৩২–এ শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হওয়ার পর আজিজুর রহমানকে পুলিশ আটক করে। গণমাধ্যমে প্রকাশিত কিছু খবরে দাবি উঠেছিল, তাকে একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।