ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২ হাজার নতুন উপ-পরিদর্শক (এএসআই) সরাসরি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আইজিপি বাহারুল আলম বলেন, “নির্বাচন সামনে রেখে দুই হাজার নতুন এএসআই নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এছাড়া পদোন্নতির মাধ্যমে আরও দুই হাজার এএসআই যুক্ত হবে। আমরা চাই যত দ্রুত সম্ভব এই নিয়োগ সম্পন্ন করতে।”
তিনি আরও জানান, “আমরা মূলত আট হাজার এএসআই নিয়োগের পরিকল্পনা করেছিলাম। আপাতত চার হাজার অনুমোদন পেয়েছি। বাকিটা ভবিষ্যতে দেখা হবে।”
নতুন এএসআই নিয়োগের মাধ্যমে নির্বাচনের সময় পুলিশের প্রস্তুতি আরও মজবুত করার লক্ষ্য রয়েছে।