বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকায় সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন গাড়ীদহ ইউনিয়নের হাজীপুর এলাকার তানজিমুল ইসলাম, যিনি স্থানীয় মোঃ মাহমুদুল হাসানের ছেলে।
জিডিতে উল্লেখ করা হয়, রবিবার (৯ সেপ্টেম্বর) ভোরে তানজিমুল ইসলামের বাবার লিজকৃত জমির ওপর নির্মিত ইটের পাকা দেয়াল ভাঙচুর করা হয়। লোহার শাবল, দুর্মুস ও হাতুড়ি ব্যবহার করে দেয়ালটি ধ্বংস করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এসময় ভাঙচুরে বাধা দিলে তানজিমুল ইসলাম ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে জিডি দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন, মৃত আব্দুস সালামের ছেলে মোঃ মাইনুল হাসান, মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ ইমতিয়াজ আহমেদ, নুরুল ঠিকাদারের ছেলে মোঃ মনির উদ্দিন, জয়নাল প্রামানিকের ছেলে মোঃ আব্দুল মান্নান, মৃত রিয়াজ প্রামানিকের ছেলে হোসেন প্রামানিক, আব্দুল জলিলের ছেলে আব্দুল কালাম আজাদ।
অভিযুক্তদের মধ্যে মোঃ মাইনুল হাসান অভিযোগ অস্বীকার করে জানান, “এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। আমি বর্তমানে পরীক্ষার্থী এবং দীর্ঘদিন ধরে রাজশাহীতে অবস্থান করছি।”
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে একটি জিডি গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।