নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, তিনি ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দায়িত্ব থেকে সরে যেতে চান। দায়িত্ব গ্রহণের পর বিবিসিকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি এই প্রতিশ্রুতি দেন।
সাক্ষাৎকারে সুশীলা কার্কি বলেন, “আমি দিনে ১৮ ঘণ্টা কাজ করব। সাধারণ মানুষের চাপেই এই সরকার গঠিত হয়েছে। তাই আমি আমার দায়িত্ব ছয় মাসের মধ্যেই শেষ করতে চাই। নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করলে আমি মুক্ত হব।”
বিবিসির প্রশ্নে তিনি জানান, ২০২৬ সালের ৫ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তবে এর আগেই নির্বাচন কমিশনকে সক্রিয় করে তোলা হবে। প্রথম কাজ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। কার্কির মতে, যদি দিনরাত কাজ করা যায়, তবে ছয় মাসেই তা সম্পন্ন করা সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, জেন জি-র আন্দোলন চলাকালীন সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হবে। একইসঙ্গে আগের সরকারের সময়কার দুর্নীতির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া তিনি স্পষ্ট করে জানান, তার সরকারের প্রধান লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন। সেই নির্বাচন সম্পন্ন হওয়ার পরই তিনি দায়িত্ব ছেড়ে নিজের জীবনযাত্রায় ফিরে যাবেন।