ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন্মদিনের এক দিন আগেই, মঙ্গলবার রাতে ফোন করে মোদিকে উষ্ণ অভিনন্দন জানান তিনি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) মোদির জন্মদিন হলেও তার আগের রাতেই এই ফোনালাপ হয়। শুভেচ্ছা পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে মোদি লিখেছেন, ‘৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। আপনার মতো আমিও ভারত-আমেরিকার সমঝোতা ও বৈশ্বিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’
মোদি আরও লেখেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগকে ভারত সমর্থন করে। অন্যদিকে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে জানান, মোদির সঙ্গে তাঁর ‘চমৎকার’ ফোনালাপ হয়েছে। তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ভারতের সমর্থনকে তিনি আন্তরিকভাবে মূল্যায়ন করেন।
এই কূটনৈতিক বিনিময়টি এমন সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপ করেছে। সম্প্রতি আবার মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক সতর্ক করে বলেছেন