মেহেরপুরে ট্রাকচাপায় ফারহানা ওয়াহেদা নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহানার বাড়ি মেহেরপুর শহরের পেয়াদাপাড়ায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বামী রাইহানুল ইসলাম জানান, সকালে ফারহানাকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি রামদাসপুর যাচ্ছিলেন তিনি। পথে ফতেপুর ইটভাটার কাছে একটি ট্রাককে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তুপে পড়ে যান। এ সময় ফারহানা পেছনে থাকা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন রাইহানুল। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর সেলিম জানান, ঘটনাস্থল থেকে লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তে আপত্তি জানানো হয়েছে। লিখিত আবেদন পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


